জীবনের সাথে সবচেয়ে বেশি যে বিষয় লেগে থাকে তার নাম সংগ্রাম। কখনো সেই সংগ্রাম সুখে থাকার আবার কখনো স্বপ্নের পেছনে ছোটার। চারপাশে মানুষের মধ্যে তাকালেই দেখা যায় কেউ যেন ভালো নেই। কারো বাবা অসুস্থ, কারো সংসারে বিচ্ছেদ, কারো চাকরি নেই, কারো ব্যবসা খারাপ ইত্যাদি। জীবনের এই পথচলায় নানা রকম দুর্দশা আমাদের জীবনের দিনগুলোকে উপভোগ করতে দেয় না।
জীবনকে সুখী রাখার জন্য বা ভালো থাকার জন্য রয়েছে অদ্ভুত দিবস। আজ ৩১ জুলাই ‘অলওয়েজ লিভ বেটার দ্যান ইয়েস্টারডে ডে’ বা সর্বদা গতকালের চেয়ে ভালো থাকুন দিবস।
গত হয়ে যাওয়া দিনগুলো কেমন গেছে সেসব ভেবে সময় নষ্ট না করাই শ্রেয়। তিনটি প্রশ্ন থেকেই এই দিবসটির যাত্রা শুরু হয়। গতকাল যা করেছিলাম আজ তারচেয়ে ভালো কাজ করেছি কি? গত বছর যেমন কেটেছিলো এ বছরও কি এমন যাচ্ছে? আমি কি সঠিক পথে চলছি? প্রশ্ন তিনটিকে সঙ্গী করেই জীবনে খুঁজতে হবে আনন্দ।
তাই আসুন, গতকালের কথা না ভেবে আজ ভালো থাকি কিংবা ভবিষ্যতে কি ঘটবে-সেটার দুর্ভাবনায় সময় না কাটাই। দুর্ভাবনায় আয়ু কমিয়ে জীবনের কোনো লাভ নেই।