বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। রোববার (৪ এপ্রিল) নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন অক্ষয়।
টুইট বার্তায় অক্ষয় লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আজ সকালেই আমার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি। চিকিৎসা চলছে। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তারা অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিজের প্রতি খেয়াল রাখুন’। এসময় খুব শিগগিরই তিনি কাজে ফিরবেন বলেও জানান এই বলিউড অভিনেতা।
জানা গেছে, ‘রামসেতু’ ছবির শুটিংয়ের জন্য অযোধ্যায় ছিলেন অক্ষয়। শনিবারও (৩ এপ্রিল) ওই সিনেমার শুটিং চলেছে। এর মধ্যেই করোনা আক্রান্ত হলেন অক্ষয়।