অবশেষে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে রিটার্ন হাব (প্রত্যাবর্তন কেন্দ্র) খোলার পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউয়ের প্রধান উরসুলা ভন ডের লেইন বলেছেন, ‘আমরা প্রত্যাবাসনের জন্য একটি সঠিক ইউরোপীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। অবৈধদের প্রতিরোধ করতে চাই এবং থাকার অধিকার নেই এমন নাগরিকদের প্রত্যাবাসন সহজতর করতে চাই।’
অক্টোবরে ইইউ নেতারা কার্যকর ইউরোপীয় প্রত্যাবর্তন পদ্ধতি তৈরির লক্ষ্যে নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছিলেন। এর মধ্যে ছিল ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘প্রত্যাবর্তন কেন্দ্র’ তৈরি করা যেখানে আশ্রয়প্রার্থীদের দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে রাখা যেতে পারে। তবে এর দ্বিমত পোষণ করেছেন অনেকেই।
বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, রিটার্ন হাব একটি ব্যয়বহুল এবং অবাস্তব ধারণা। এএফপি।