চার দশক বলিউড দাপিয়ে বেড়ানোর পর করোনা মহামারীর সময় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন বলিউড সুপারস্টার আমির খান। তবে দুই সন্তানসহ তার পরিবার শেষ পর্যন্ত তাকে অভিনয় থেকে অবসর না নিতে রাজি করান।
অবসরের বিষয়ে আমির খান বলেন, ‘আমার মাথার মধ্যে আছে যে আমি অবসরে গেছি কিন্তু এরপর আর অবসরে যাওয়া হয়নি। তাই এখনও অভিনয়টা চালিয়ে যেতে হচ্ছে।’
বার্তা সংস্থা লন্ডন এএফপির বরাত দিয়ে একটি খবর প্রকাশ করেছে ফ্রান্স২৪ ডটকম। সেখানে আমির খান বলেন, ‘করোনার মাঝামাঝি আমি অনেক কিছু চিন্তা করছিলাম। তখন হঠাৎ করে আমার মনে হলো আমি আমার জীবনের অর্ধেক চলচ্চিত্রের এই জাদুকরী দুনিয়ায় কাটিয়ে দিয়েছি। আমার মনে হলো এই দুনিয়ায় কাজ করতে করতে আমি আমার জীবনের সমস্ত সময় হারিয়ে ফেলেছি। এই চিন্তা আমি মেনে নিতে পারছিলাম না। অপরাধবোধের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তখন মনে হলো যথেষ্ট হয়ে, অভিনয় আর করবো না।’
এ বছরের মার্চে ৬০ বছর বয়সে পা রাখলেন আমির। বর্তমানে তিনি ভারতের মুম্বাই এ অবস্থান করছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কিছু সময়ের জন্য অভিনয় এবং প্রযোজনা চালিয়ে যেতে চান।
তিনি তার কোম্পানি আমির খান প্রোডাকশন নিয়ে কাজ করছেন। সেই সুবাদেই হয়ত চলতি মাসে সালমান ও শাহরুখ খানকে নিয়ে একসঙ্গে সিনেমায় কাজ করার কথা জানান আমির।
মিস্টার পারফেকশনিস্ট জানান, সালমান ও শাহরুখের সঙ্গে বসে নতুন ছবি নিয়ে আলোচনা হয়েছে তার। ছয় মাস আগে সালমান ও শাহরুখের সঙ্গে দেখা করেছিলাম। তখন আমাদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়। সত্যিই আমাদের একসঙ্গে ছবি করা দরকার। আমরা আলোচনার মধ্যেই আছি। দেখা যাক কত দূর এগোয়!
১৯৭০ সালে শিশু অভিনেতা হিসেবে তার চলচ্চিত্রের জীবন শুরু হয়। এরপর একের পর এক তার অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মন জয় করে নেন। সূত্র: ফ্রান্স২৪ ডটকম।