খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মহাপরিকল্পনাধীন এলাকায় বিগত ২৪/০১/২০২৪ তারিখ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় সোনাডাংগা থানার অর্ন্তগত কেডিএ এভিনিউ প্লট নং-৭০ এর উপর নির্মাণাধীন ০২ তলা ভবনের খেলাপী অংশ অপসারণ ও ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সোনাডাংগা, ৩০ নং আউটার বাইপাস রোডে নির্মাণাধীন দোকান এর খেলাপী অংশ এবং নিরালা আবাসিক এলাকায় পরিবেশ দূষনকারী, ১০০ নং প্লটের উপর অবৈধভাবে গড়ে ওঠা মৎস খামারটি উচ্ছেদ করা হয়। খুলনা সদর থানাধীন হাজী মহসিন রোড ও ফকির বাড়ী গলির দুইটি নির্মাণাধীন একতলা ভবনের খেলাপী অংশ অপসারন ও ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়, মিয়াপাড়া পাইপের মোড় এলাকায় নির্মাণাধীন দুটি ভবনের ফাউন্ডেশনের কলাম অপসারনসহ মোট (৪০,০০০+২০,০০০) = ৬০,০০০/- (ষাট হাজার) টাকা আদায় করা করা হয় এবং শেখপাড়া হাজী ইসমাইল ক্রস রোড-২ এর একটি নির্মাণাধীন একতলা ভবনের ছাদ এর বধিত অংশ অপসারন ও একটি দুইতলা ভবনের খেলাপী অংশ লাল রং দ্বারা চিহ্নিত করে ভেঙ্গে অপসারন করে নেওয়ার জন্য সময় প্রদান করা হয়। অর্থাৎ বিগত ২৪/০১/২০২৪ ইং তারিখে বিভিন্ন এলাকায় অননুমোদিত ও খেলাপী নির্মাণকারী ০৯ জন মালিকের বিরুদ্ধে কেডিএ কর্তৃক সবমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায়সহ বিভিন্ন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কেডিএ’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জনাবা সাজিয়া আফরীন এর উপস্থিতে উক্ত উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়। কেডিএ স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), জনাবা শবনম সাবা ও অথরাইজড অফিসার, জনাব জি এম মাসুদুর রহমান উক্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। তাছাড়া কেডিএ’র ইমারত পরিদর্শকগণসহ বিভিন্ন স্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করেন।
পরিকল্পিত নগরায়নের স্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অননুমোদিত, খেলাপী ও অবৈধ নির্মাণ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। তাই পরিকল্পিত খুলনা গড়ার প্রত্যয়ে ও ভবন মালিকগণের আর্থিক ক্ষয়ক্ষতি পরিহারের লক্ষ্যে নকশা অনুমোদন ব্যতীত ও নকশার ব্যতয় ঘটিয়ে এবং অবৈধ দখলদারিত্বের মাধ্যমে যে কোন নির্মাণ কাজ হতে বিরত থাকতে সকলকে উদাত্ত আহবান জানানো হচ্ছে।