প্রেমে পড়লে নাকি মানুষ কবি হয়ে যায়! অগচরে রচনা করেন প্রেমের গান ও কবিতা। প্রেমে পড়ে কতজন ঘর ছেড়েছেন। হারিয়েছেন স্মৃতিশক্তি। তবুও কখনও প্রেমের দিকে আঙুল ওঠাতে পারেনি কোনো ব্যার্থ জুটি। একজনকে হারিয়া নতুন কাউকে খুঁজেছেন।
ভালোবাসার মানুষকে খুশি করতে মানুষের কতশত পাগলামী। সম্প্রতি রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন প্রেমে মজেছেন! ঘবড়ানোর কিছু নেই। বাস্তবে প্রেমে পড়েননি অভিনেত্রী। বলছি শ্রাবন্তীর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘আমার বস্’-এর কথা।
আগামী ৯ মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘আমার বস’। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার এবং ‘মালাচন্দন’ গানটি অন্তর্জালে মুক্তি পেয়েছে। এ গানে শ্রাবন্তীর সঙ্গে একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন শিবপ্রসাদ। এবার তিনি আরও বেশি রোমান্টিক।
গানের দৃশ্যে ঘনিষ্ঠ মুহূর্ত দেখা গেছে শিবপ্রসাদ এবং শ্রাবন্তীকে। জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি শ্রাবন্তীর খোলা পিঠে লিখে নিজের প্রেম নিবেদন করছেন অভিনেতা। গানের দৃশ্যের মধ্যে স্বামী-স্ত্রীর ভালোবাসা, ঘনিষ্ঠতার এক অন্য মাত্রা পেয়েছে। গানটি মুক্তির পর সরগরম নেটদুনিয়া।
এর আগে অভিনেত্রীকে এমন অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আবেগাপ্লুত। শুধু তাই নয়, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় কোনো অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়। এভাবে প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলার আসল কারিগার শিবু দাদা। তাকে প্রণাম জানায়। জয় গোস্বামীর কবিতা, তা নিয়ে কী বলব আর।’
শ্রাবন্তীর চরিত্র নিয়ে কটাক্ষ বিজেপি নেতার
এদিকে ‘ডাকাত পড়েছে’ গানটি দর্শকরা বেশ ভালোবাসা দিচ্ছেন যা দেখে আনন্দিত শ্রাবন্তী। যশ-নুসরতের প্রযোজনায় ‘আড়ি’ ছবিতে এমন একটা গানের সঙ্গে নিজেকে জড়াতে পেরে ক্যারিয়ারের মধ্যগগনে খুশিতে ভাসছেন নায়িকা।