সারাদেশে উদ্ভাবনী স্মার্ট হোম সল্যুশন দৃশ্যমান করতে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) সঙ্গে যৌথ উদ্যোগ ঘোষণা করেছে গ্রামীণফোন। সংযুক্ত ও ডিজিটাল জীবনধারার প্রসারে এটি বিশেষ পদক্ষেপ।
উদ্যোগে ব্যবহার করা হবে ‘আলো’র কয়েকটি পণ্য। যার মধ্যে গ্যাস ও স্মোক ডিটেক্টর, স্মার্ট ক্যামেরা ও স্মার্ট সুইচ অন্যতম, যা বিটিআই উদ্যোগের নতুন সব আবাসন প্রকল্পে ব্যবহার করা হবে। সল্যুশনের ফলে বাসিন্দারা মোবাইল আর ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজে ও নিরবচ্ছিন্নভাবে নিজের আবাসনকে সুরক্ষিত রাখতে পারবেন।
উদ্যোগ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, প্রথমবার নেওয়া এমন যৌথ উদ্যোগ আবাসন খাত ও প্রযুক্তির সমন্বয়ে নতুন জীবনধারার সূচনা করবে। স্মার্ট হোম ধারণাকে গ্রাহকের কাছে দৃশ্যমান ও বাস্তব করে তুলতে চাই, যার মাধ্যমে সত্যিকার অর্থে ডিজিটাল লাইফস্টাইলের অভিজ্ঞতা ও সুবিধা নিশ্চিত হবে।
বিটিআই-এর ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান খান বলেন, আমরা সব স্থাপনায় অত্যাধুনিক ডিজিটাল সল্যুশন ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। যৌথ উদ্যোগ তারই প্রতিফলন। গ্রাহকরা এখন আরও স্মার্ট, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবনধারা উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, হেড অব লার্জ অ্যাকাউন্টস এম শাওন আজাদ, হেড অব নিউ বিজনেস ডেভেলপমেন্ট আবদুল্লাহ আল মাহমুদ, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস আরভিদ চৌধুরী, হেড অব লার্জ অ্যাকাউন্ট থ্রি এ কে এম হাবিবউল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার শারমিন বিনতে বিল্লাল উদ্যোগের বিষয়ে অবহিত করেন।
বক্তারা বলেন, দেশে প্রথমবার নেওয়া এমন উদ্যোগ বাড়ির মালিকদের দেবে বাড়তি সুবিধা ও নিরাপত্তা, যা হবে যৌথ উদ্যোগের প্রতিশ্রুতির বাস্তবচিত্র। সারাদেশে বাসাবাড়িতে ডিজিটাল সমন্বয়ের পথ সুগম করবে এমন পদক্ষেপ।
ভবিষ্যতের স্মার্ট জীবনধারা ও নিরাপত্তায় ডিজিটাল নিরাপত্তা বিশেষ জায়গা করে নেবে, তারই বহিঃপ্রকাশ এ বিশেষ যৌথ উদ্যোগ।