সন্তানদের চাওয়ার প্রতি গুরুত্ব না দেওয়ার কারণেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মাল্টিস্টেকহোল্ডার কনসালটেশন অন বেইজিং+৩০ রিভিউ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় উপদেষ্টা বলেন, বিগত ৫০ বছরে আমাদের সন্তানরা যা চেয়েছে সেটার ওপর গুরুত্ব না দেওয়ার কারণেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছেলেদের পাশাপাশি আমরা নারীদের আগমন দেখেছি। নারীদের সক্রিয়তা প্রশাসন, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তিসহ সমাজের বিভিন্ন স্তরে নতুন উদ্যম সৃষ্টি করেছে।
শারমীন মুরশিদ বলেন, নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে। নারীদের সকল কষ্টের সঙ্গে পুরুষদের থাকতে হবে। সাইবার ভায়োলেন্স নিয়ে তিনি বলেন, এটি নিয়ে আরও ভাবতে হবে এবং কাজ করতে হবে। এটি যেন আমাদের শিশুদের জন্য ক্ষতির কারণ না হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেগম মমতাজ আহমেদ। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি লিডারশিপ অ্যান্ড অ্যাডভোকেসি ইউনিটের যুগ্ম সচিব দিলারা বেগম।
কর্মশালায় আলোচকরা বলেন, সমাজে মূল্যবোধ, রাজনৈতিক আচার-আচরণে যে ঘাটতি রয়েছে তার পরিবর্তন করে একটা সুস্থ দেশ গড়ার স্বার্থে নতুন প্রজন্মকে নিয়ে কাজ করতে হবে। সত্যের জায়গায় দাঁড়িয়ে সকলকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা। কর্মশালায় নারী অধিকার বাস্তবায়নে কাজ করা বিভিন্ন সংগঠন ও উন্নয়ন সহযোগী সংস্থার কর্মীরা অংশ নেন।