শীতের তীব্রতা বেড়েছে খুলনায়। শুক্রবার ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন চারদিক। দুপুর ১টা পর্যন্ত দেখা মেলেনি রোদের।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকলেও জানুয়ারিতে শীত তীব্র হতে পারে। কুয়াশা আরও দুই-তিনদিন অব্যাহত থাকবে। এরপর কুয়াশা সরে গেলে রাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। জানুয়ারিতে খুলনায় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে।
শীতের তীব্রতা বাড়ায় গত দুই দিনে খুলনায় শীতকালীন কাপড়ের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারের বেশিরভাগ দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে, বিশেষ করে কম দামে গরম কাপড় কিনতে সাধারণ মানুষের আগ্রহ বেশি। ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ধরণের শীতবস্ত্র যেমন সোয়েটার, চাদর, মাফলার এবং কোটের চাহিদা বেড়েছে। স্থানীয় দোকানদাররা বলছেন, এই সময়ে সাধারণত বিক্রির পরিমাণ বৃদ্ধি পায় এবং এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তারা আরও আশা করছেন, জানুয়ারিতে শীত আরও বাড়লে বিক্রি আরও বাড়বে।
শিববাড়ির একটি মোবাইল দোকানের ম্যানেজার বদরুদ্দোজা জানান, তিনি সাধারণত সকালে দোকানে আসেন, কিন্তু আজ প্রচণ্ড শীত এবং তীব্র বাতাসের কারণে দেরিতে এসেছেন।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান জানান, আজ খুলনায় তাপমাত্রা ৯ দশমিক ৬ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল, যেখানে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কয়রায়। আগামী দুই থেকে তিনদিন একই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এএপি/পিএস