শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
”শ্রেনীভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে” এই শ্লোগানে শরণখোলায় উদীচী শিল্পী গোষ্ঠীর প্রথম শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে শরণখোলা উদীচী কার্যালয় চত্বরে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা । উদীচী শরণখোলা শাখা সংসদের আহবায়ক সাংবাদিক ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বক্তৃতা করেন, ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রিয় সভাপতি ও কৃষক সমিতির কেন্দ্রিয় নেতা শরিফুজ্জামান শরিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, বীর মুক্তিযোদ্ধা সদানন্দ হালদার, উদীচী’র কেন্দ্রিয় সহ সভাপতি সুশেন সেন, কেন্দ্রিয় সদস্য শিবু সাওজাল, শরণখোলা উদীচীর রতন কুমার দাস ও সোলায়মান ফরাজী বক্তৃতা করেন। বক্তারা, যশোরে উদীচী’র সমাবেশে বোমা হামলা মামলা সচল করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।দ্বিতীয় অধিবেশনে সাংবাদিক ইসমাইল হোসেন লিটন কে সভাপতিত্বে ও রতন কুমার দাস সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।