মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।
রোববার (৭ নভেম্বর) সকালে র্যাব ৯ এর শ্রীমঙ্গল ব্যাটেলিয়ানের কমান্ডার বসু দত্ত চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর রাতে শ্রীমঙ্গলের মিরতিঙ্গা চা বাগান এলাকায় র্যাবের গাড়ি লক্ষ্য করে একদল দুর্বৃত্ত গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ওই দুইজন নিহত হন।তাদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হতে কাজ করা হচ্ছে। তবে কেউ কেউ বলছেন এরা কয়দিন আগে হওয়া আলোচিত ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার আসামি।