খবর বিজ্ঞপ্তিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী ও তার সহধর্মিণী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান মিসেস সারমিন সালামের নিজস্ব অর্থায়নে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কাজদিয়া উচ্চ মাধ্যমিক বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতা হেনা জোসনা, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, কৃষকলীগ নেতা মঈন উদ্দীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী তানজিলা বেগম, সাবিনা বেগম, আশুরা বেগম, ফিরোজা বেগম, আসমানী বেগম প্রমূখ।
এছাড়াও রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বেলা ১১টায় নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরহানা আফরোজ মনা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবিনা ইয়াসমিন, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: মঈনঊদ্দীন, রিক্তা আকতার, নৈহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির শেখ, ছাত্রলীগ নেতা সাফিরুল ইসলাম হিমেল, জিকু প্রমূখ।
Leave a comment