যুদ্ধের কারণে ১০০ জনের মধ্যে ৬০ জন ইউক্রেনীয় নাগরিক মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছেন। ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি এই তথ্য জানিয়ে বলেছেন, একটি জাতীয় সহায়তা ব্যবস্থা চালু করতে কিয়েভ কাজ করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহধর্মীনি ওলেনা জেলেনস্কি আরও জানিয়েছেন, মানসিক স্বাস্থ্যের জন্য কাজ করা একটি জাতীয় কর্মসূচিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সঙ্গে আলোচনার মাধ্যমে মানসিক সমস্যার শিকার ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ওলেনা জেলেনস্কি বলেন, এই কর্মসূচিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি অন্তর্ভূক্ত করা হবে। তাদের মাধ্যমে মানসিক অসুস্থ ব্যক্তিদের পরিচর্যার একটি মডেল উন্নয়ন করা হবে। একইসঙ্গে পারিবারিক ডাক্তার, মনোবিজ্ঞানী, সামাজিক কর্মী এবং শিক্ষকদের দ্রুত পদ্ধতিতে মনস্তাত্ত্বিক সহায়তা প্রদান করা হবে।
পি এস/এন আই