‘কেজিএফ’ সিনেমার জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন কন্নড় সুপারস্টার যশ। তারকার পরবর্তী ছবি ছবি ‘টক্সিক’-এর জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এই সিনেমা নিয়েই শুরু হল বিতর্ক। ছবির শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার শতাধিক গাছ কাটা হয়েছে, এমনই অভিযোগ কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না খন্ডরের।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে মন্ত্রী জানান, তিনি এলাকায় গিয়েছিলেন। দেখেছেন সেখানকার অবস্থা। জায়গাটি সংরক্ষিত বনাঞ্চল। তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এক সংস্থাকে দেওয়া ছিল। কিন্তু যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমার শুটিংয়ের জন্য সেখানে গাছ কাটা হয়েছে।
বিষয়টি নিয়ে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন ঈশ্বর ভীমান্না খন্ডরে। তিনি বলেন, ‘আমি বিবিএমপিকে (বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে) বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছি। এ বিষয়ে সম্পূর্ণ তদন্ত করার পরই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি ‘টক্সিক’ সিনেমার প্রযোজনাতেও অংশীদার যশ। এক সময় শোনা গিয়েছিল, এই ছবির মাধ্যমেই দাক্ষিণাত্যে এন্ট্রি নেবেন করিনা কাপুর। কিন্তু পরে আবার শোনা যায়, শুটিংয়ের ডেট নিয়ে সমস্যা ছিল। ফলে যশের ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন করিনা। আগামী বছরই সিনেমা হলে ‘টক্সিক’ ছবির মুক্তি পাওয়ার কথা। ছবির নায়িকা হিসেবে কিয়ারা আডবাণীর নামই শোনা গেছে।