ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন সাকিব আল হাসান। ক্রিকেটকে যখন বিদায় বলার সময় এসেছে তার তখনই তিনি পড়েছেন বোলিং নিষেধাজ্ঞায়। সন্দেহজঙ্ক অ্যাকশনের জন্য বোলিং করতে পারছেন না তিনি। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে দল হারিয়েছেন সাকিব।
মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য কোন ক্রিকেটারদের ধরে রাখছে তার তালিকা গতকাল প্রকাশ করেছে। এমএলসির গত আসরে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে এবার আর তাঁকে ধরে রাখেনি দলটি।
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মালিক আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তার দল এমএলসির এবারের মৌসুমের জন্য ধরে রেখেছে কেবল ৩ জন বিদেশি ক্রিকেটারকে। এই তিনজন হলেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও স্পেন্সার জনসন।
সাকিবের মত দল হারিয়েছেন জেসন রয়, ডেভিড মিলার, অ্যাডাম জাম্পারাও। এদিকে আগামী জুনে মেজর লিগ ক্রিকেটের খেলার চলার সময়ই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ কারণে প্যাট কামিন্সকে দলে রাখেনি সান ফ্রান্সেসকো ইউনিকর্নস, ট্রাভিস হেডকে দলে রাখেনি ওয়াশিংটন ফ্রিডম।
এদিকে দল হারালেও এমএলসিতে খেলতে বাধা নেই সাকিবদের। তবে এক্ষেত্রে তাদেরকে ড্রাফটে নাম দিয়ে দল পেতে হবে তাদের। সাকিব সবশেষ খেলেছেন আবুধাবি টি-টেন লিগে। গত নভেম্বরে এ টুর্নামেন্টে খেলার পর আর মাঠে নামেননি তিনি।