শরণখোলা প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধকালীন ভারতের নৈহাটি ক্যাম্প ইনচার্জ, বাগেরহাট জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও সাউথখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজ মাঠে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শরণখোলা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতারা উপস্থিত ছিলেন। এসময় একই মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন এর বিদেহী আত্মার শান্তি কামনা ও স্মৃতিচারণ করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট শাহ ই আলম বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, মোরেলগঞ্জের পৌর মেয়র মনিরুল হক তালুকদার, বাগেরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা মতিয়ার রহমান খান, মোল্লা ইসাহাক আলী, মরহুম মোজাম্মেল হোসেন এর পরিবারের পক্ষে তার ভ্রাতুষ্পুত্র ও শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ। জানাজা শেষে বকুলতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ সমাহিত করা হয়।