ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদকে খুলনা প্রেসক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার দুপুরে শাবান মাহমুদ খুলনা প্রেসক্লাবে আসলে প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ ক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান, মো: শাহ আলম ও শেখ মো: সেলিম, সদস্য আলমগীর হান্নান, মোঃ সাঈয়েদুজ্জামান স¤্রাট, আসাদুজ্জামান খান রিয়াজ, আব্দুল মালেক, আব্দুল হামিদ, এস এম নূর হাসান জনি, শেখ লিয়াকত হোসেন, দিলীপ বর্মন ও শেখ জাহিদুল ইসলাম, ক্লাবের ইউজার সদস্য নেয়ামুল হোসেন কচি ও মিলন হোসেন, সাংবাদিক অভিজিৎ পাল, এস এম মনিরুজ্জামানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।