বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে ক্রিকেটার ঋষভ পান্থকে নিয়ে বহুদিন ধরে চলছে নানা গুঞ্জন। এতদিন নিজেদের বিষয় নিয়ে কখনই কোনো কথা বলেননি তারা। সম্প্রতি ঋষভ প্রসঙ্গে কথা বললেন উর্বশী।
তিনি ভারতীয় একাধিক গণমাধ্যমে জানিয়েছেন, ‘ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতই রাখতে চাই!’ উর্বশীর ভাষ্যে, ‘আমার সঙ্গে ঋষভের নাম জড়িয়ে নানা রসিকতা চলেছে। ভুয়ো খবরও রটেছে। আজ সবাইকে একটা কথা স্পষ্ট করতে চাই। আমি ব্যক্তিগত জীবনকে, ব্যক্তিগত রাখতে চাই। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য, আমার ক্যারিয়ার। এটা নিয়ে ব্যস্ত থাকতে চাই। কিন্তু এ ধরনের গুঞ্জন আমার ইমেজকে নষ্ট করছে। আর সেই কারণেই আজকে স্পষ্ট করলাম। যেদিন আমার প্রেম, বিয়ে নিয়ে বলার মতো কোনো কিছু থাকবে, আমি নিজে জানাব।
ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমসূত্রে জানা যায়, ২০১৮ সালের শুরুর দিকে সম্পর্কে জড়িয়ে ছিলেন ঋষভ-উর্বশী। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। এতদিন পরেও কেন নাম না করে ঋষভের প্রতি বার্তা দিচ্ছেন উর্বশী, তা নিয়ে সন্দিহান নেটিজেনরা। আগামীতে তাদের সম্পর্ক কোনদিকে মোড় নেয়, তা জানতেই বেশি আগ্রহী এই দুই তারকার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।