অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুলনা-মোংলা-বেনাপোল কমিউটার ট্রেন চালু হলো আজ (১জুন) থেকে। শনিবার বিকেল তিনটায় বাগেরহাটের মোংলা রেলস্টেশন থেকে প্রথম যাত্রীবাহী ট্রেন ‘মোংলা কমিউটার’ বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়।
গত বছরের ১ নভেম্বর খুলনা-মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের সাত মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হলো।
মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকবে আপাতত। এছাড়া বাকিদিন খুলনা থেকে ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে বেনাপোল স্টেশনে পৌঁছাবে ৮টা ৩০ মিনিটে।
আবার বেনাপোল থেকে সকাল ৯টা১৫ মিনিটে ছেড়ে ফুলতলা স্টেশন, মোহাম্মদনগর (ঠিকরাবন্দ,বটিয়াঘাটা,খুলনা) স্টেশন, কাটাখালি স্টেশন, চুলকাঠি স্টেশন, ভাগা স্টেশন ও দিগরাজ স্টেশন হয়ে মোংলা স্টেশনে পৌঁছাবে ১২টা ৩৫ মিনিটে।
মোংলা স্টেশন থেকে দুপুর ১ টায় ছেড়ে বিকাল ৪টা ৩০ মিনিটে বেনাপোল স্টেশনে পৌঁছাবে। বিকেল ৫টায় বেনাপোল স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা৩০ মিনিটে পৌঁছাবে খুলনা স্টেশনে ।
বেনাপোল থেকে মোংলার দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার। এই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৫ টাকা।
খুলনা-মোংলা রুটের জন্য নতুন কোনও ট্রেন নয় বরং বেনাপোল-খুলনা রুটে চলমান বেতনা ট্রেনটিই মোংলা কমিউটার নামে মোংলা যাবে। বেনাপোল-খুলনা রুটে চলাচলের সময় এটি বেতনা এক্সপ্রেস নামে চলবে।
বেনাপোল টু খুলনা চলাচলের সময় বেতনা এক্সপ্রেস ঠিক রেখে খুলনা-মোংলা রুটে চলাচলের সময় মোংলা এক্সপ্রেস নামে চলবে।
এসআর/এসটি