হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি দিয়ে চুক্তি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাগাদা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউস জানায়, গত বুধবার নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে চুক্তির বিষয়টি কতটা জরুরি, সেটি ওপর জোর দেন বাইডেন।যুদ্ধবিরতি নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে গাজাজুড়ে হামলার তীব্রতা আরো বাড়িয়েছে ইসরায়েল। মধ্য গাজার দেইর আল বালাহ এবং দক্ষিণে খান ইউনিস শহরে হামলা জোরালো করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি বাহিনীর নতুন উচ্ছেদ নোটিশ জারির পর দেইর আল বালাহ থেকে হাজারো ফিলিস্তিনি পালিয়েছে। গাজায় ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডাব্লিওএ) উত্তর গাজা সিটির আরেকটি স্কুলে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে। আশ্রয়শিবিরে পরিণত হওয়া সালাহ আল দিন স্কুলটিতে হামলায় অন্তত চারজন নিহত হয়েছে।
অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করা কতটা জরুরি প্রয়োজন, তা জোরালোভাবে তুলে ধরেছেন।
আসন্ন কায়রোর বৈঠকে চুক্তির পথে বাদবাকি বাধাগুলো দূর করার বিষয়েও তিনি আলাপ করেছেন। একই সঙ্গে ইরানসহ এর সহযোগী গোষ্ঠী যেমন হামাস, হিজবুল্লাহ ও হুতিদের সব ধরনের হুমকি থেকে ইসরায়েলকে রক্ষা করতে ওয়াশিংটনের সহায়তার প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করেছেন বাইডেন।দুই নেতার এই ফোনকলে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও যুক্ত হয়েছেন বলে হোয়াইট হাউস জানায়। গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে এগিয়ে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার পরপরই বাইডেন ও নেতানিয়াহুর ফোনালাপের খবর এলো।১০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪০ হাজার ২৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাসশাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।