প্রেস বিজ্ঞপ্তি
দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুল রহমান মিন্টুর আম্মা আজ সোমবার (১৭ মে) সকাল সোয়া ৬টার দিকে কিডনিজনিত সমস্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না-লিলাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ জোহরবাদ দিঘলিয়া আয়তুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, কেসিসি’র সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মনিরুজ্জামান মন্টু, মোলা খায়রুল ইসলাম, শেখ আঃ রশিদ, শেখ আবু হোসেন বাবু, এ্যাড. একেএম শহিদুল আলম, আব্দুর রকিব মলিক, ওয়াহিদুজ্জামান রানা, নাজমুর সাকির পিন্টু, জাফরি নেওয়াজ চন্দন, শেখ হেমায়েত হোসেন, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু ও তানভীরুল আজম রুম্মানসহ স্থানীয় রাজনীতিক, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সমাজসেবক ও ধর্মপ্রাণ মুসলীবৃন্দ।
এদিকে, বিএনপি নেতা সাইফুর রহমান মিন্টুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ গাজী আব্দুল হক, গাজী তাফছির আহমেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোলা খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মোল্যা মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজ্জামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. একেএম শহিদুল আলম, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, শেখ শামছুল আলম পিন্টু, অহিদুজ্জামান রানা, মুর্শিদুর রহমান লিটন, মশিউর রহমান যাদু, শামছুল বারিক পান্না, তানভিরুল আজম রুম্মান প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।