দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী হুইসুংকে সিউলে তার বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি নম্বরে ফোন করেন হুইসুংয়ের মা। তাঁকে উদ্ধারের পর জানা যায়, তিনি আগেই মারা গেছেন। খবর বিবিসি।
৪৩ বছর বয়সী এই গায়ক খুন হয়ছেন নাকি আত্মহত্যা করেছেন তা খোলাসা করতে পারেনি পুলিশ। তারা জানিয়েছে, এখনো খুনের কোনো আলামত পাওয়া যায়নি। তাঁরা তদন্ত চালিয়ে যাচ্ছেন।
হুইসুংয়ের এজেন্সি টাজয় এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘হিসাং আমাদের ছেড়ে চলে গেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে।’
চলচি সপ্তাহান্তে দায়েগু শহরে ব্যাল্যাড গায়ক কেসিএমের সাথে তার একটি কনসার্ট করার কথা ছিল।
হুইসুংয়ের আসল নাম চোই হুই-সাং। ২০০২ সালে লাইক আ মুভি অ্যালবাম দিয়ে অভিষেক ঘটে তাঁর। ‘ইনসোমনিয়া’, ‘হার্টশো স্টোরি’ গানের জন্য পরিচিতি পেয়েছেন তিনি। সূত্র: বিবিসি।