আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্দোগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী বার্সেলোনার এই মিডফিল্ডার।
গুন্দোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘কয়েক সপ্তাহ চিন্তাভাবনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমার জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার সময় এসেছে।’২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর ৮২ ম্যাচে ১৯ গোল করেছেন গুন্দোগান।
জার্মানিতে অনুষ্ঠিত সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াইটি হয়ে থাকল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।চলতি গ্রীষ্মের দলবদলে গুন্দোগানের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন চলছে কিছুদিন ধরেই। এর মাঝেই নিলেন জাতীয় দল থেকে অবসর।