বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের প্রথম ইনিসে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান তুলেছে পাকিস্তান শাহিনস (পাকিস্তান ‘এ’ দল)। উমর আমিন সেঞ্চুরি করেছেন। ভালো ব্যাটিং করেছেন সূদ শাকিল।
এর আগে প্রথম ইনিংসে মাত্র ১২২ রান করে অলআউট হয় মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হক, মাহমুদুল জয়দের নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে এরই মধ্যে পাকিস্তান শাহিনস ২৪৫ রানের লিড নিয়েছে।
পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে উমর আমিন ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। চারটি আন্তর্জাতিক টেস্ট খেলে মাত্র ৯৯ রান করা এই ৩৪ বছর বয়সী ব্যাটার আবার জাতীয় দলে ঢোকার দাবিদার হয়ে উঠেছেন। সূদ শাকিল খেলেছেন ৭৬ রানের ইনিংস। এছাড়া মোহাম্মদ হুরাইরা ৩৯ রান করেছেন। সাদ খান ৩১ রানে ও কামরান ঘুলাম ২০ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হাসান মুরাদ ৪৯ রান দিয়ে ২টি এবং তানজিম সাকিব ও নাঈম হাসান একটি করে উইকেট নিয়েছেন। এর আগে প্রথম ইনিংসে দলের হয়ে ৬৫ রানের ইনিংস খেলেন জয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন মুশফিক। পাকিস্তানের নাসিম শাহ ও মীর হামজা তিনটি করে উইকেট নেন।