বাংলাদেশে চলমান প্রকল্পগুলো সম্পন্ন করতে এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখতে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
রোববার (২৫ আগস্ট) রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই অন্তবর্তী সময়েও আমরা প্রকল্পসমূহের কাজ অব্যাহত রেখেছি এবং যথাসময়ে বাংলাদেশ সরকারের কাছে বুঝিয়ে দিতে পারব বলে আশা করি।
উপদেষ্টা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান সবসময়ই বাংলাদেশের ভালো বন্ধু এবং বৃহত্তম উন্নয়ন অংশীদার। কারিগরি শিক্ষা ক্ষেত্রে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি শিক্ষা ক্ষেত্রে এবং বাংলাদেশিদের জাপানে পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন।