সুদীপ্ত বিশ্বাস শুভ
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ
বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের চক্রাখালী- গজালমারী সার্বজনীন দূর্গা মন্দিরের পরিদর্শন করেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন । গতকাল শুক্রবার সন্ধ্যায় চক্রাখালী সার্বজনীন দূর্গাপূজা পরিদর্শন করাকালীন সময়ে মন্দিরের দর্শনার্থী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাও করেন । তিনি সকলের উদ্দ্যেশ্যে বলেন, দুর্গাপূজা সুন্দর ও সার্থক ভাবে উদযাপন করতে খুলনা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন আপনাদের পাশে সার্বক্ষণিক আছে । পূজার এ কয়েক দিন আইন- শৃঙ্খলা সমুন্নত রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছেন । চক্রাখালী সার্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি উদয় শংকর রায় সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি, সরকারি জলমা- চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) তৃপ্তি রাণী বিশ্বাস,বটিয়াঘাটা উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, জলমা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বিপ্রদাস টিকাদার কার্তিক, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, চম্পক রঞ্জন বিশ্বাস,সমারেশ বৈরাগী, রুইদাস রায়, অজয় রায়, শান্তনু রায় ছোটন প্রমূখ । এসময় কর্মকর্তাবৃন্দ চক্রাখালী স্কুল মাঠে বিজয় মেলা সকলকে নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্ৰহণ করা হবে জানিয়েছেন