নেপালে সিনিয়র নারী সাফের শিরোপা জেতার পর বাংলাদেশের ফুটবলে বইছে উন্মাদনা। এরই মধ্যে বুধবার সাফের কম্পিটিশন কমিটির এক সভা থেকে এলো সুখবর। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ।
বাংলাদেশ স্বাগতিক হলেও এখনও চূড়ান্ত হয়নি ভেন্যু। সংস্কার কাজ চলমান থাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বয়সভিত্তিক এই সাফ আয়োজন করাটা অসম্ভবই বলা চলে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য উপযোগী নয়। সম্প্রতি এই ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছিল অতিথি দলগুলো। তাই অনূর্ধ্ব-২০ নারী সাফের সম্ভাব্য ভেন্যু হতে পারে বসুন্ধরা কিংস অ্যারেনা।
যদিও এই ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি দক্ষিণ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ‘বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি ভেন্যুর নাম জানাতে।’