আগামী চার বছরে বেশ কিছু বড় দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। প্রথমবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে সফর করবেন নিগার সুলতানারা।
আজ আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত নারীদের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। এই চক্রে দেশ-বিদেশ মিলিয়ে দ্বিপক্ষীয় সিরিজে ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।এর সঙ্গে যোগ হবে আইসিসি ও এসিসির টুর্নামেন্টগুলো।
নতুন এফটিপিতে ২০২৬ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া, ডিসেম্বরে নিউজিল্যান্ড ও ২০২৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে যাবেন নিগাররা। এ ছাড়া আগামী বছরের ডিসেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ। প্রতিটি সফরেই আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
টেস্ট মর্যাদা পেলেও এই চক্রে কোনো টেস্ট ম্যাচ নেই বাংলাদেশের। দেশের মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটই এখনো চালু করতে পারেনি বিসিবি।