১০ পাকিস্তানি ও ১০ ভারতীয়কে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন আলোচিত বলিউড অভিনেত্রী ও রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্ত।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ওমরাহ যাত্রীদের সড়কপথে সৌদি আরব হয়ে পাঠানোর একটি ভিডিওও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাখি সাওয়ান্ত।
ওমরাহ যাত্রীদের নিয়ে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। দুবাইয়ে বসবাসকারী এসব পাকিস্তানি ও ভারতীয়দের ওমরাহ পালনের জন্য পাঠিয়েছেন বলে জানান তিনি।
ভিডিওতে রাখি সাওয়ান্তকে বলতে শোনা যায়, এসব ওমরাহযাত্রীদের সব খরচ তিনি বহন করেছেন।ভিডিওতে তাকে যাত্রীদের খাবার ও ইহরাম দিতে দেখা যায়।
ওমরাহ যাত্রীদের বিদায় জানানো সময় রাখি সাওয়ান্ত বলেন, তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে সুসম্পর্ক এবং বন্ধুত্বের প্রচারের জন্য উভয় দেশের লোকদের ওমরাহয় পাঠাচ্ছেন।
ভিডিওতে আরও দেখা যায়, ওমরাহযাত্রীরা রাখি সাওয়ান্তকে দোয়া দিচ্ছেন এবং তারা অভিনেত্রীর কাছ থেকে ইহরাম এবং খাবার নিয়ে গাড়িতে উঠছেন।
আলোচিত বলিউড অভিনেত্রী জানান, তার ইসলামিক নাম রাখি ফাতিমা। এবারই প্রথম তিনি ওমরাহ পালনের জন্য যাত্রীদের পাঠিয়েছেন।তার বিশ্বাস, আল্লাহ তাদের আমল কবুল করবেন এবং তাদের জন্য সব সহজ করে দেবেন।
ভিডিওতে এক পাকিস্তানি নাগরিককে বলতে শোনা যায়, তার ওমরাহর খরচ কে বহন করে তা তিনি জানেন না।তবে যে এটির ব্যবস্থা করেছে আল্লাহ তাদের পুরস্কৃত করুন।
ভারতীয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী রাখি সাওয়ান্ত মুসলিম হন ২০২২ সালে। তার প্রথম স্বামী নন-রেসিডেন্ট ইন্ডিয়ান রিতেশের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আদিল খান দুররানিকে বিয়ে করতে ধর্মান্তরিত হন। পরে তার নাম হয় ফাতিমা দুররানি।