পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ বুধবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার ৪০ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
স্থানীয় এ নির্বাচনে তিনটি পদে মোট ৩৬ হাজার ৪৫৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪, সংরক্ষিত সদস্য ৭ হাজার ৯৫০ ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ প্রার্থী রয়েছেন।
আজ মোট ৭ হাজার ১৩৭টি ভোটকেন্দ্রে ১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাদের মধ্যে ৭০ লাখ ৬০ হাজার ১৪০ পুরুষ ও নারী ভোটার রয়েছেন ৬৮ লাখ ৩৬ হাজার ৩১। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২১ জন।
গত বছরের জুন থেকে এরই মধ্যে চার ধাপে ভোট হয়েছে। এসব নির্বাচন ঘিরে এবং ফল ঘোষণার পর সহিংসতায় অন্তত ৮৮ জন নিহত হয়েছে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের রেকর্ড হয়েছে। পঞ্চম ধাপের আগ পর্যন্ত ৩৫৩ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন। সব মিলিয়ে দেড় হাজারের বেশি প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এরই মধ্যে আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯ ও ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোট হবে। এ ছাড়া গতকাল মঙ্গলবার বিচ্ছিন্নভাবে দেশের ছয় জেলার আটটি ইউনিয়নে ১০ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়নগুলো হলো ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর, নলচিরা, সুবর্ণচর উপজেলার চর জব্বর, চর জুবলি, ভোলার লালমোহন উপজেলার বদরপুর, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর।
পঞ্চম ধাপে ৭০৭টি ইউপির তফসিল দেওয়া হয়। পরে একটি ইউনিয়ন যুক্ত করা হয়। ভোটের আগেই এ ধাপে তিনটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ১৯৩ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৮, সংরক্ষিত সদস্য পদে ৩৩ ও সাধারণ সদস্য পদে ১১২ জন নির্বাচিত হয়েছেন।
পিএসএন/এমঅাই