মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অসম্মান ও অপমানজনক মন্তব্য করা বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নূপুর শর্মা নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের জন্য তার বাড়িসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিজেপি নেত্রী নূপুর শর্মার খোঁজে দিল্লিতে ঘাঁটি গেছে মুম্বাই পুলিশ। তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও বিশ্বের বেশ কয়েকটি দেশের দাবির পর অবশেষে পুলিশ এই বিজেপি নেত্রীকে নিখোঁজ বলে দাবি করল।
বিতর্কিত মন্তব্যের জন্য অবিলম্বে গ্রেফতারের দাবিতে নূপুরের (বিরুদ্ধে মুম্বাইয়ের পুলিশে জমা পড়েছে অভিযোগ। এছাড়াও ভারতের একাধিক রাজ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের দাবি, বিজেপির সাবেক মুখপাত্রকে গ্রেফতারের মতো যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে। প্রথমে মেইল করে সমনের কপি পাঠানো হয়েছিল নূপুরকে। বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের বয়ান রেকর্ড আগামী ২৫ জুন করা হবে জানায় মুম্বাই পুলিশ। কিন্তু তার উত্তর তিনি দেননি। এরপরই অভিযুক্তের খোঁজে নূপুরের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় মুম্বাই পুলিশের একটি দল। কিন্তু পাঁচদিন ধরে অধরা বিজেপির সাবেক মুখপাত্র।
শুধু মুম্বাই নয়। বিতর্কিত মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গেও নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় নূপুরের বিরুদ্ধে করা হয়েছে এফআইআর। আগামী ২০ জুন থানায় হাজিরার জন্য তলবও করা হয়েছে তাকে। নূপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে দিল্লি পুলিশের কাছেও।
পি এস/এন আই