রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। নিজের প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয় নিশোর অভিনয়।
এরপরই অজানা কোনো কারণে আড়ালে চলে যান এই তারকা। গেল বছরের ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির পর বিগত এক বছরে কোনো কাজে দেখা মেলেনি আফরান নিশোর। সিনেমা কিংবা নাটক, কোনো প্লার্টফর্মেই হাজির হননি তিনি।
তবে নিশো ভক্তদের জন্য সুখবর। দীর্ঘদিনের নীরবতা ভেঙেছেন এই অভিনেতা। একসঙ্গে দুইটি সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন তিনি। সম্প্রতি দুই প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন নিশো। তবে ছবির ও পরিচালকের নাম এখনই প্রকাশ করা হয়নি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে নিশো বলেন, ‘যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সকল ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে। সময় দেয়া আর নেয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এর। যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।’
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেছেন, ‘আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সাথে আমাদের নতুন উদ্যোগে আফরান নিশোকে ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত। তার প্রতিভা এবং কাজ নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্রগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছে। আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয় কারিশমা দেখাবেন তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছি।’