দ্বিতীয়বার মা হলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালে কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে সন্তান। সবার সঙ্গে সুখবরটি ভাগ করে নেন কোয়েল মল্লিক নিজেই।
প্রথমবার পুত্রসন্তানের মা হন কোয়েল। এবার তিনি হলেন কন্যা সন্তানের মা। স্বাভাবিকভাবে নিশপাল সিং ও মল্লিক পরিবারে খুশির হাওয়া বইছে।
ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভরে যায় একের পর এক শুভেচ্ছাবার্তায়। অভিনেতা-অভিনেত্রী থেকে কোয়েলের ভক্তরা অভিনন্দন জানাতে থাকেন তাঁকে।
প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিশপাল। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা।
২০২০ সালের ৫ মে কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে কবীর। আজ তিনি কন্যার মা হলেন। মা ও সন্তান দু’জনেই ভালো আছেন। এখন কোয়েলের মেয়ের মুখ দেখার অপেক্ষা।