সবশেষ ১০ ম্যাচের সাতটিতেই হার, এই সময়ে জয় স্রেফ একটি। পরিসংখ্যানেই স্পষ্ট, কতটা বাজে সময় কাটছে ম্যানচেস্টার সিটির। তারপরও আসছে ডার্বিতে পেপ গুয়ার্দিওলার দলকে ফেভারিট মানছেন কোচ হুবেন আমুরি। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচের মতে, তাদের চেয়ে ‘ভালো জায়গায়’ আছে শিরোপাধারীরা।
সিটির একের পর এক পরাজয়ের ধারায় সবশেষ সংযোজন গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে ২-০ গোলে হার। পরদিন আরেক ইউরোপিয়ান প্রতিযোগিতা ইউরোপা লিগে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নেয় ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে রোববার ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই নগরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
আমুরির প্রথম ম্যানচেস্টার ডার্বি হতে যাচ্ছে এটি। পর্তুগিজ কোচের ধারণা, খুব বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও ইতিহাদে সিটির জয়ের সম্ভাবনাই থাকবে বেশি।
“দুর্দান্ত দলগুলো যেকোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। ম্যাচ বুঝতে পারার ধরন, যেভাবে তারা খেলে, তাদের আত্মবিশ্বাসের দিক থেকে তারা আমাদের চেয়ে ভালো জায়গায় আছে বলে মনে করি আমি।”
“এই ধরনের পরিস্থিতিতেও আমাদের দলে অনেক কিছুর ওপর মনোযোগ দেওয়ার আছে। আমরা দারুণ এক প্রতিপক্ষের মুখোমুখি হব এবং আমাদের সমস্যাগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছি আমি। আমাদের দলে অনেক সমস্যা আছে।”
লিগ টেবিলের ১৩ নম্বরে আছে ইউনাইটেড। ১৫ ম্যাচে তাদের ১৯ পয়েন্ট। লিভারপুল, চেলসি ও আর্সেনালের নিচে চার নম্বরে আছে সিটি। গত চার আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট ২৭।
২০২১ সালের মার্চের পর থেকে লিগ ম্যাচে ইতিহাদে জিততে পারেনি ইউনাইটেড।