ডটবিডি ও ডটবাংলা ডোমেইন রেজিস্ট্রেশন উন্মুক্ত করতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি শিগগির দেশি-বিদেশি কোম্পানিকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেবে।
এজন্য নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে থাকার কথা বলেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ।তিনি বলেন, অংশীদারদের পরামর্শ নিতে শিগগির এটি প্রকাশও করা হবে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে দু্ই দিনের ‘ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) আউটরিচ’ শীর্ষক সেমিনারের উদ্বোধনীতে তিনি এসব তথ্য দেন। অনুষ্ঠান শেষে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার ডটবিডি ও ডটবাংলা ডোমেইনের নিবন্ধন উন্মুক্ত করতে দুই সপ্তাহের সময় দিয়ে নির্দেশনা দিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।রোববারের সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, “ডোমেইন শিল্প বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এবং প্রতিনিয়ত এর বাজার সম্প্রসারিত হচ্ছে।”
তিনি বলেন, বেশ কিছু জটিলতায় ডটবিডি ডোমেইনের প্রসার পিছিয়ে থাকলেও এখন বেসরকারি খাত থেকে রেজিস্ট্রার নিয়োগের সুযোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।“দেশীয় প্রতিষ্ঠান কর্তৃক জেনেরিক টপ লেভেল ডোমেইন (জিটিএলডি) এর বরাদ্দ গ্রহণ করলে তা ব্যবসা- বাণিজ্যে প্রসার, বাজার ও ব্র্যান্ড সম্পস্রারণ, নতুন ও উদ্ভাবনী পণ্য ও সেবা খাতে ভূমিকা রাখবে।”ডোমেইন শিল্পের অগ্রগতির জন্য সরকারি-বেসরকারি সব অংশীজনদের সঙ্গে নিয়মিত কার্যক্রম গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।ডট বিডি ও ডট বাংলা নিবন্ধন উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ পলকের
দেশে মাত্র ৪১ হাজার ডটবিডি ডোমেইন ব্যবহারকারী থাকার তথ্য তুলে ধরে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “চলতি বছরের জানুয়ারি মাসে ডোমেইন সংক্রান্ত একটি গাইডলাইন জারি করেছে বিটিআরসি। ডটবিডি ও ডটবাংলা ডোমেইন রেজিস্ট্রেশন উন্মুক্ত করার জন্য উপযুক্ত দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ প্রদান করা হবে।”
টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সূচকে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থান রয়েছে দাবি করে তিনি বলেন, দেশে বর্তমানে সাড়ে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক, ১৪ কোটির বেশি ইন্টারনেট গ্রাহক এবং ১০ কোটির বেশি ফোরজি গ্রাহক রয়েছে। এছাড়া ৬ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার হচ্ছে।দুই দিনের সেমিনারে মোট ৫টি সেশনে প্রযুক্তিবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উদ্যোক্তা, টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট অংশীজনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, ডোমেইন শিল্পের প্রতিনিধিরা অংশ নেন।
ডটবিডি ও ডটবাংলা বেসরকারিভাবে উন্মুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে এফবিসিসিআইয়ের উপদেষ্টা সৈয়দ আলমাস কবির ‘ক্রস বর্ডার পেমেন্টের’ বিষয়টি আরও সহজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।আরও বক্তব্য রাখেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক কাজী মুস্তাফিজুর রহমান।