ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে আজ মঙ্গলবার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত বাইরের বিশ্ব গ্রিনল্যান্ডের নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ দেখায় না। তবে এবার পরিস্থিতি ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কারণে এই নির্বাচন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে।
গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরেই ডেনমার্কের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দ্বীপটির ওপর নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেছেন। ২০১৯ সালে প্রথমবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেওয়ার পর এবারের নির্বাচনের আগেও তিনি বলেছেন, “জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের দরকার। যেকোনো উপায়ে আমরা এটি অর্জন করব।”
গ্রিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী মুট এগেদে ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “আমরা সম্মানজনক আচরণ পাওয়ার যোগ্য, কিন্তু ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে যা করছেন, তা সম্মানজনক নয়।”
এই নির্বাচনে ছয়টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্রিনল্যান্ডের ৩১ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১৬টি আসন প্রয়োজন।
বর্তমানে ক্ষমতায় রয়েছে দুই দলের জোট সরকার—বামপন্থী কমিউনিটি অব দ্য পিপল (আইএ) ও ফরোয়ার্ড (এস)। তবে নির্বাচনের ফল কী হবে, তা নিয়ে নির্ভরযোগ্য কোনো জরিপ নেই।
যে ছয়টি দল নির্বাচনে লড়ছে, তার মধ্যে পাঁচটি গ্রিনল্যান্ডের স্বাধীনতার পক্ষে। তবে তারা স্বাধীনতা অর্জনের সময়সীমা নিয়ে বিভক্ত। ডেনমার্ক থেকে দ্রুত স্বাধীনতা চায় কিছু দল, আবার কিছু দল দীর্ঘমেয়াদি পরিকল্পনার পক্ষে।
গ্রিনল্যান্ড কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি, দ্বীপটিতে প্রচুর অব্যবহৃত খনিজ সম্পদ রয়েছে, যা বৈশ্বিক শক্তিগুলোর নজর কেড়েছে।
গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কিত এই নির্বাচন শুধু দ্বীপটির অভ্যন্তরীণ রাজনীতির জন্যই নয়, আন্তর্জাতিক রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নির্বাচনের ফলাফল আগামীকাল বুধবার সকাল নাগাদ পাওয়া যাবে।