তারকাদের নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তিনি যদি হন বলিউড বাদশাহ, তাহলে তো কোনো কথাই নেই। সম্প্রতি এক যুবককে দেখা গেলো মুম্বাইয়ে শাহরুখ খানের বাসভবন মান্নাতের সামনে। টানা ৩৫ দিন ধরে সেখানেই বসে আছেন শেখ মোহাম্মদ আনসারি নামের ওই যুবক। নিজের ব্যবসা বন্ধ করে ঝাড়খন্ড থেকে মুম্বাই এসেছেন তিনি।
শেখ মোহাম্মদ আনসারি প্রতিজ্ঞা করেছেন বলিউড বাদশা সঙ্গে দেখা করবেন একবার। দেখা না হলে তিনি নাকি বাড়ির সামনে থেকে নড়বেন না।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, শাহরুখের প্রতি তার এই উন্মাদনা এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে সেই ভক্তকে বলতে শোনা যায়, ‘শাহরুখ খান আমার প্রিয় নায়ক। আমি ওনার সবথেকে বড় ভক্ত। ওনার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা। শাহরুখের সঙ্গে দেখা করা আমার জীবনের একটা জেদ। ৩৫ দিন ধরে আমার ব্যবসা বন্ধ।ওনার সঙ্গে দেখা করেই আমি চলে যাব। এটাই এখন আমার জেদ হয়ে দাঁড়িয়েছে।’
ঝাড়খন্ডের এই ব্যক্তির ভিডিও দেখে অনেকেই বেশ আনন্দিত হয়েছেন। কেউ কেউ আবার ভাগ করে নিয়েছেন তাঁদের মনের ইচ্ছার কথা। কেউ যেমন প্রশংসা করছেন তার ভালোবাসার, কেউ বা আবার বলছেন এমন পাগলামি করাটাও যুক্তিহীন। তবে এসব তর্ক বিতর্ক আনসারি মোটেও গায়ে মাখছেন না। তিনি তার প্রিয় তারকার একঝলক দেখার অপেক্ষায় নিজের অবস্থানে অটুট রয়েছেন।