পেট্রোল-কেরোসিনসহ চার ধরনের জ্বালানি তেলের দাম কমেছে পাকিস্তানে। দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে গতকাল রোববার নিশ্চিত করা হয়েছে এই তথ্য।
বিবৃতির তথ্য অনুযায়ী, পেট্রোলের নতুন দাম লিটারপ্রতি ২৫৯ দশমিক ১০ রুপি থেকে ২৪৯ দশমিক ১০ রুপি এবং হাই স্পিড ডিজেল লিটারপ্রতি ২৬২ দশমিক ৭৫ রুপি থেকে ২৫৯ দশমিক ৬৯ রুপি করা হয়েছে। অর্থাৎ এই দুই তেলের দাম প্রতি লিটারে কমেছে যথাক্রমে ১০ এবং ১৩ দশমিক ০৬ রুপি।
এছাড়া কেরোসিনের দাম লিটারপ্রতি ১৬৯ দশমিক ৬২ রুপি থেকে ১৫৮ দশমিক ৪৭ রুপি এবং লাইট ডিজেলের দাম লিটারপ্রতি ১৫৪ দশমিক ০৫ রুপি থেকে ১৪১ দশমিক ৯৩ রুপি করা হয়েছে। অর্থাৎ এই দুই তেলের দাম প্রতি লিটারে কমেছে যথাক্রমে ১১ দশমিক ১৫ এবং ১২ দশমিক ১২ রুপি।
“আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে তেল এবং গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ওগরা) ৪ ধরনের জ্বালানি তেলের মূল্যহ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার মধ্যরাতের পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।”
“আগামী ১৫ দিন এই মূল্য দেশজুড়ে বলবৎ থাকবে। ১৫ দিন পর আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হবে।”
প্রসঙ্গত, এই নিয়ে গত দু’মাসে চারবার জ্বালানি তেলের মূল্য কমল পাকিস্তানে।
সূত্র : জিও নিউজ