জার্মানির মধ্যাঞ্চলে ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে দ্রুত গতির গাড়ির চাপার ঘটনায় নিহত বেড়ে পাঁচজনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। দেশটির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি ও সিএনএনের
জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডির বরাতে হতাহতের এই সংখ্যা জানানো হয়েছে। তবে আহতদের অবস্থা গুরুতর কি না তা নিশ্চিত করতে পারেনি বিবিসি।
হামলার পর জার্মান পুলিশ সৌদি আরবের নাগরিককে আটক করেছে। জার্মানির কয়েকটি গণমাধ্যমের বরাতে এএফপির খবর বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ। তিনি মনোরোগ বিশেষজ্ঞ।
ঘটনার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় সম্প্রচারমাধ্যম এমডিআর জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামপন্থি হিসেবে পরিচিত ছিল না।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এক্স পোস্টে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এক্স পোস্টে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাইজারকে সঙ্গে নিয়ে শনিবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার শলৎসের সমালোচনা করে তার পদত্যাগ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র ধনকুবের ইলন মাস্ক।
মার্কেটের উপর থেকে ধারণ করা একটি ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। তাতে দেখা যায়, বাজারের দুই সারির স্টলের মাঝখানে ভিড়ের মধ্য দিয়ে একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। চাপা পড়া লোকজনকে মাটিতে লুটিয়ে পড়ছে।