দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে, তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমীর বলেন, অন্তর্বতী সরকার যাতে শৃঙ্খলার ভেতর থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশ আমাদের সবার, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাই মিলে জাতীয় ঐক্য গড়া, যাতে আরও শক্ত বা দৃঢ় থাকা যায়। এছাড়া প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বৈঠকে দ্রব্যমূল্য কিভাবে কমিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। কারণ, দ্রব্যমূলের ঊর্দ্ধগতির ফলে জনগণের কষ্ট হচ্ছে, মানুষের সামর্থের মধ্যে দ্রব্যমূল্য কিভাবে নামিয়ে আনা যায়, এসব বিষয় নিয়ে কথা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, সামনে রমজান মাস। এই মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা পরামর্শ করেছি।
জামায়াতের আমীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনেক আলোচনা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় আমরা একমত হয়েছি। আমরা বলেছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে যারাই জড়িত থাকবে, তাদেরই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বিএনপির ঐক্য তৈরির দাবিকে আমরা স্বাগত জানিয়েছি।
তিনি আরও বলেন, দলমত, ধর্ম নিয়ে ভিন্নতা থাকবেই। দেশকে নিয়ে প্রয়োজনে আমরা যাতে একমত, ঐক্যবদ্ধ থাকতে পারি, এই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা কথা বলেছি। তবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে কোনো কথা হয়নি বলে জানান তিনি।
ইসকন নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমীর বলেন, শুধু ইসকন না, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি।
এর আগে আজ সন্ধ্যা ৬টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় যান জামায়াতের আমির। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃতে দলটির প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। বৈঠক তারা জাতীয় ঐক্যের আহ্বান জানান।