ছাতকে প্রতিপক্ষের হামলায় জুমেল আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র। সোমবার রাতে পীরপুর বাজারে তারাবীহ নামাজের পর চা পান করতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে হামলায় গুরুতর আহত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করে জুমেল আহমদ। তখন হামলা ও মারামারির ঘটনায় দুইপক্ষের কমপক্ষে ২০জন লোক আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, পীরপুর বাজারে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে চা পান করাকে কেন্দ্র করে একই গ্রামের কামরান আহমেদ ও দোকানের কর্মচারী সায়েক মিয়ার সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুমেল আহমদ এসে কামরানের পক্ষ নিয়ে কথা বলে চা দোকানির সাথে তর্কবিতর্কে জড়ায়।
এসময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। আহত জুমেল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই এঘটনায় আব্দুল কুদ্দুস ও জুমেল আহমদ পক্ষদ্বয়ের মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ২০ ব্যক্তি আহত হন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই নূরুল, শফিকুল, জয়নাল আবেদীনসহ চারজনকে আটক করেছে।
ছাতক থানার এসআই মাহিন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পি এস/এন আই