ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২২ জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জওয়ান।নিখোঁজ রয়েছেন একজন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
ছত্তিশগড়ের বিজাপুরে শনিবার (০৩ এপ্রিল) মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ হয় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের।
ছত্তিশগড়ের পুলিশের ডিরেক্টর জেনারেল ডিএম আওয়াস্তি জানান, নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযানে বের হলে তারাম এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হয়।
তিনি জানান, সিআরপিএফের অভিজাত ইউনিট কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেসোলিউট অ্যাকশন), ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) কর্মীরা এই অভিযানে অংশ নিয়েছিল।