চিটাগাং কিংসের ব্রান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে। আজ (মঙ্গলবার) নিজেদের ফেসবুক পেজে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরেছে চিটাগাং কিংস। টুর্নামেন্টটির প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া দলটির দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল। সাকিব আল হাসান, শরিফুল ইসলামরা ছাড়াও বিদেশি ক্যাটাগরিতে মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দলে ভিড়িয়েছে চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি।এবার নিজেদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করল চিটাগাং। বিপিএলের সাথে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন পাকিস্তানি সাবেক এই তারকা ক্রিকেটার।
২০১২ সালে বিপিএলের উদ্বোধনী আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেছিলেন আফ্রিদি। এ ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও বিপিএল মাতিয়েছেন।প্রসঙ্গত, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াচ্ছে বিপিএলের একাদশ আসর। এর আগে গতকাল (সোমবার) অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে।
চিটাগাং কিংসের স্কোয়াড
দেশি : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব
বিদেশি : মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক এবং থমাস ও’কনেল।