চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এসময় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়াকে কেন্দ্র করে সেখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আদালত প্রাঙ্গণে তাকে বহন করা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন ইসকন সমর্থকরা।
আদালত এলাকার বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুরসহ পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে প্রায় ৩ ঘণ্টা আদালত প্রাঙ্গণে অনুসারীদের বিক্ষোভে পুলিশের প্রিজন ভ্যানে অবরুদ্ধ ছিলেন চিন্ময় কৃষ্ণ।
বিস্তারিত আসছে…