নতুন একটি গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে তারকা ক্রিকেটার ও সাংসদ মাশরাফি বিন মুর্তজাকে। আর তার সঙ্গে রয়েছেন নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত।
‘সব্বাই সবার মতনই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এ আই রাজু। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার রূপম ইসলাম।
আগামী ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস। এ উপলক্ষে নির্মিত হয়েছে এই গান। এ বিষয়ে এ আই রাজু বলেন, অটিজম মানুষের কল্যাণের লক্ষ্যে এই মিউজিক্যাল ড্রামাটি নির্মাণের সিদ্ধান্ত নিই। এতে এসডব্লিউএসি এবং বিউটিফুল মাইন্ড স্কুলের বিশেষ-চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অভিনয় করেছেন। সুর আর গানের মধ্য দিয়ে আমরা এই বার্তাটিই পৌঁছে দিতে চেয়েছি যে, যথাযথ সহযোগিতা পেলে কারো জন্য কোনো কাজ অসাধ্য থাকে না।
এ গানের ভিডিওর শুরু ও শেষে দুটি বক্তব্য দিয়েছেন মাশরাফি ও বিপাশা হায়াত। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার সৌমিক রায় চৌধুরী। ভিডিওর শুটিং হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। আগামী ২ এপ্রিল ইউটিউবে মুক্তি পাবে এটি।