খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে।
একই দাবিতে মঙ্গলবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে একাধিক সংগঠন, যার মধ্যে রয়েছে খুলনা নাগরিক সমাজ, ‘দ্যা রেড জুলাই’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চ।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির পক্ষ থেকে শিববাড়িতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
দুপুর ২টায় নগরীর জিরোপয়েন্টে আরও বড় পরিসরে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এই আন্দোলন কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে গড়ে উঠেছে, যেখানে এক দফা দাবি হিসেবে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ চাওয়া হচ্ছে।