ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (পিএলসি) খুলনা শাখার কর্মকর্তাবৃন্দ। আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেসক্লাবে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পরে নববর্ষ উপলক্ষ্যে কেক কাটা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (পিএলসি) খুলনা শাখার ম্যানেজার অপারেশন এম এম রবিউল আলম ও ফাস্ট এক্সিকিউটিভ অফিসার মো. ইমরান আলী, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মো. রাশিদুল ইসলাম, শেখ লিয়াকত হোসেন, এস এম ইয়াসীন আরাফাত (রুমী)সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।