খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৪ নভেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল।
সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু। সভায় আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির সদস্য সচিব নুরুল হোসেন রুবা বলেন, প্রায় ১০০ জন আইনজীবী কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি লিখিত আবেদন করেন। ওই আবেদনে তারা বিদায়ী কমিটির সভাপতি মো. সাইফুল ইসলামসহ অন্য নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া যারা নিয়মিত প্রাকটিস করেন না তাদেরকেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। এ দুটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা নির্বাচন স্থগিত রাখতে বলেন।
এর পরিপ্রেক্ষিতে রোববার সাধারণ সভা করা হয়। সভায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সমিতির ভোটার রয়েছেন ১ হাজার ৩০২ জন।