খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নির্বাচনকালীন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠণের গঠণতন্ত্র প্রনয়ণের মাধ্যমে আগামী ৩মাসের মধ্যে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটি গঠণের লক্ষ্যে এ আহবায়ক কমিটি গঠণ করা হয়। আজ ১১ জুন (মঙ্গলবার) সংগঠণের অস্থায়ী কার্যালয়ে সংগঠণের অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি আগামী ২০দিনের মধ্যে গঠণতন্ত্র প্রস্তুত করে আহবায়ক কমিটি বরাবর হস্তান্তরের জন্য ৫সদস্য বিশিষ্ট গঠণতন্ত্র প্রণোয়ন কমিটি গঠণ করা হয়েছে।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আহবায়ক- আলমগীর হান্নান (জাগো নিউজ ও দৈনিক আজকের তথ্য), যুগ্ম আহবায়ক ডিএম রেজা সোহাগ (দৈনিক প্রবর্তন),
সদস্য সচিব শিশির রঞ্জন মল্লিক (মাইটিভি), সদস্য- এইচএম আলাউদ্দিন (দৈনিক পূর্বাঞ্চল), কাজী শামীম আহমেদ (দৈনিক আজকের কাগজ), এম এ জলিল (দৈনিক খুলনাঞ্চল)।
এছাড়া গঠণতন্ত্র প্রণোয়নের জন্য ৫সদস্যের কমিটির আহবায়ক হলেন ইয়াসির আরাফাত রুমী (দৈনিক জন্মভূমি ও দীপ্ত টেলিভিশন) ও সোহাগ দেওয়ান (দৈনিক সময়ের খবর ও খুলনা প্রতিদিনি)।
Leave a comment