: খুলনায় তেলবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে মহানগরীর বিআইডিসি রোড সংলগ্ন আলমনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ের সহকারী স্টেশন মাষ্টার আশিক আহমেদ বলেন, বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। যে লাইনে বগি লাইনচ্যুত হয়েছে, সে লাইনে কোন যাত্রীবাহী ট্রেন চলে না। শুধু তেলবাহী ট্রেন চলে।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ৪০মিনিটে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী মেকানিক্যাল ট্রেন এক্সামিনার শামীম আহমেদ বাংলানিউজকে বলেন, আলমনগর এলাকায় ট্যাংক ওয়াগন তিনটি লাইনচ্যুত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ট্রেনের চাকা, ব্রেকিং আইটেম, গাড়ির সোলভাসহ আন্ডার গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াগন উদ্ধারে রিলিফ ট্রেন আসছে।